তাহার সাথে আমার দেখা জনাকীর্ণ পথের ধারে;
হয়নিকো কোন কথা পাশ কেটেছি দুজন-দুজনারে;
মন বুঝেছে,
দু'ধারে জমা পড়েছে টক্সিক কথার শতদল;
ক্ষণে ক্ষণে জেগে ওঠা ধূসর অব্যক্ত বাণী আর ব্যথার নীলোৎপল।
দশক জুড়ে ভাটা পড়েছে সফেন সায়রে, জমে গেছে কত-শত দাগ;
তবুও, দু'দণ্ড আলাপ হলে প্রতিপন্ন হতো কার হতো অনুরাগ;
জোয়ারে আবার ভেসে যেত বিবর্ণ সব কালিমা, অলিপ্রিয় হতো যত কথা আছে,
দু'ইয়ে মিলে হতো আবার এক, দরজা থেকে বারান্দা যতটা কাছে।
( ১৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ)