হালকা আলো এসে আঘাত দিয়ে যায়,
তবুও বুঝিনাই জন্ম নিয়েছে তাই।
দুই হাত পা নাড়াচাড়া করেছে কত আশায়,
তাও তো বুঝিনাই মনের কিসের বাসনা।
সত্তা জেগে উঠেছিল বুদ্ধি জুড়ে,
তাইতো চিনিতে পাই জগতের ভোরে।
অন্যের লগে দুষ্টামি মনে হয় অল্প করেছি তাই,
আমি যে কোন কিছু করি নাই।
অল্প সময়ে মনে হয়েছে বসে থাকা হবে নায়,
তাইতো উঠেপড়ে লেগেছে সংগ্রামের নেশায়।
যোবন গেছে চলে আজ মনে লাগে শক্তি শেষ,
জীবনের উঠন্ত চারায় আর পাবে না যে সেচ।
জীবনের শেষ এর দরজা দেখিতে পাই,
'বয়স যে নাই'