বাসনা লইয়া এসেছি আপনারো কাছে,
           কামনা করি বের আগে জানাই সালাম ।
      নিশি রাত যাইবার থরে আপনারো দুয়ার মেলেন,
       আমি সেই হতভাগা নিয়তি এসেছে শূন্য হাতে।

        বাক্য মোর ছিনিয়া লইয়া গেল ঐ দূর দেশে,
           তাই মোর আসা হলো আপনারো কাছে।
হুম মোর কাছে আসিলে তবে লাগে আমি সে জমিদার
      
        প্রাত:কাল উঠিলে শুনিতে আপনারো কলহ,
          কিন্তু মোর মনে আছে আপনারো সু,,,
         তাই মোর আসা হলো আপনারো কাছে।

               অরণ্যে নায় যে কোনো বিহঙ্গ,
             খায়বার পারি না আমি মোর তনয়।
         হা হা তাই বলে কি এসেছিস মোর দুয়ারে,

           হুজুর মোদের থেকে লইয়াছেন খাজনা
            আজ কেন প্রভু তুমি পড়েছেন সাজনা।
         হুজুর মোর তন্দ্রা নায় যে আপনারো কান্ডতে,
          কেন লইয়া নিলেন মোদের জমি একখানা।

আবারো বলছি যে জমিদার বাবু দু'মুঠো অন্ন আকাঙ্ক্ষা,
       নাহ তোদের নিয়তি যে বড়ই র্দুলব পারিনা
কোনো কিছু অভিলাষ, দূর হয়ে যা মোর দরবার থেকে
              তোর বাসনা হইবেনা পুরন।
      অবনীবে তোর তাহ সকলে জানা এই ভুবনে,
        তাইতো কই জন লোকে কেন কই তোরে
               ''কথা কইলে জমিদার"