সর্বকালের অন্ন জোড়া দান করিলেন মুজিব নেতা,
সর্বস্তরে শান্তি গড়া এই যে হলো মুজিব প্রথা।
সর্ব সময় তা শুনিয়া মুজিব মানে এই কথা,
তাহার হাতে স্বপ্নে দেখা বাংলার জমিন এই গড়া।
লক্ষ শহীদদের এই মায়া কাটবে না যে এই ছায়া,
দিন্দরি তে এই ভাষণ মুজিব নেতার এই লেখা।
কবির মুখে এই শুনা মুজিব মানে নেতার সেরা,
চমকে উঠা পাকবাহিনী কাঁপতে থাকে মুজিব ধারা।
রাতের কালো দিনে গেল মুজিব গড়া এই প্রথা,
মুজিব ঠোঁটে ভাষণ কথা আত্ম ভরা মুক্তিসেনা।
ত্রিশ লক্ষ মুক্তিসেনা রক্তে গড়া এই পতাকা,
সর্বকালের সেরা তিনি নাম বলিলে মুজিব নেতা