ভাবিবার পর লইয়া এক পাপের সাগর,
দেহ হাঁটু লইয়া এক সুষম কাতর।
শিরশির করা সব পাপের দুয়ার,
কপালে রেখেছো যে হাত মিলবে কি কোন ছাড়।
চিন্তা করে যে লাভ নাই উঠে এসো বারান্দার চেয়ার,
পাপ নিজের অভিশাপ,
সবকিছু এখন অভিলাষ।
বিবেক কি তোমার ঘুমন্ত চরণ,
ঘুম ভাঙ্গার পর তুমি এক মরণ।
একটি ভুলে ধ্বংস করে তোমার রতন,
তোমার দেখা একখানি স্বপ্নের যতন।
পাপের দুয়ার খুলবে এবার,
অভিশাপ গড়া ছন্দ ছড়া লেখা হাজির।
পাপের নেশা ছেড়ে ফেলো,
আছে কি তাহার কোন মেলায়।
চশমা খানি খুলে রেখো,
গড়িয়ে এলো দিনের বেলা।
সকল কিছু চলে গেলে,
পাপ কি তোমাই ছেড়ে যাবে।
আজ তোমার মনে করুন বেদনা,
কেন তুমি করলে পাপের চেতনা।
আর কিছু বলতে চাই না এই লেখক কে।