শুনো হে নির্বোধ
কোথায় তোমার আসল পথ।
কে দিয়েছে মনে কালো রং,
কোথায় তোমার আসল ধন।
কোন জনতার কথাতে,
রেখেছ তোমার মনেতে।
শুনো হে নির্বোধ
পাগল হলে বেঁধে রেখো,
আপন হলে মনে বাঁধো।
কি ধরবে তাঁর ভুল,
সে তো ফুটিয়েছে আয়ুর ফুল।
তাঁর মুখেতে শিখেছে ভাষণ,
আজ কেন তোমার মন পাষাণ।
তোমায় গড়ার জন্য সে,
নিজ হয়েছে শ্মশান।
শুনো হে নির্বোধ,
কথায় কথায় বাঁধবে প্যাচ,
তোমার কথার নাই যে শেষ।
সব কথার ও এক কথা,
তোমার মায়ের সব কথা
ভেঙ্গে যাক সম্প্রদায়,
তাও তো তাঁর কথাতে,
ভুল ধরিবার তুমি কে।
খোদার কাছে কি বলিবা?
শোধ করি বা কোন উপায়?
বলবো না তোমায় হাজার নালের দুধের কথা,
এক ফোঁটা ও শোধ করিবার
নাই কো তোমার কোনো উপায়।