বিশ্ব জগত বাসি তোমায় নামেরও চিনে,
শহীদ হলো কারবালাতে রাসুলের দীনে।
জলের ধারে নয়ন গেল গেল না তীরে,
সত্যে বাণী সত্য হলো দুনিয়ায় কাছে।

হাজারো তীরে আঘাত মেলে হোসাইনের বুকে,
এই দেখিয়া অশ্রু ধারায় দুনিয়ায় মাঝে।
নূরে সকল জ্যোতি জলে হুসাইনের রূপে,
তাহ দেখিয়া আঘাত হয় না তোদের ও মনে।

তাহ শুনিয়ে দুঃখ হয় না হুসাইন এর পথে,
হুসাইন যদি জলের ধারে মুখটি তাহ ফুটিয়ে তুলে।
হায় হায় যে তাহ হবেনা পিছু যে টানে,
বরং হুসাইনের আগে শহীদ হলো পিপাসার দলে।

ইমাম হুসাইন শহীদ হলো কারবালার পথে,
তাহ দেখিয়া অন্তর মেলে মোদের ও মনে।