কান পেতেছে দরজায়,
ডাক দিয়েছে কে?
হুর হুর করে ভেসে আসে,
লোক কথায়ে
মন্দ গাঁয়ে।
হাড়ি পাতিলে পাই শুনতে,
ডুবছে সম্মানে
তাতে আমার কি হয়েছে?
গাঁয়ের লোকে
জানে আমি কে।
দল বাঁধিয়ে আসছে তারা,
কান ভারি করছে যে যারা।
আবুল তাবল কথা বলে,
ভাবছে যে জিতলো জিতা,
মোর কাছে যে,
তোদের কথা লাগলো না তিতা।
লোকে জনে বলবে যে,
কতো যে কথা।
দু পাঁচ দিন পরে হবে,
সবই যে বৃথা।
লোক কথাতে লাগে না তিতা ।