আকুল বাসনা এই মমতা,
         নামটি ছাড়া কী চেতনা ?
        পারবোনা দিন এই ভুবনে,
       রতনে বাঁধা মোদের আপনে।

উদার মনে তিনি ছিলেন মোদের রতনে,
রোজ প্রহারে শিক্ষা মেলে তাহার মতনে।
অন্ন জোড়া যত্ন করে গাঁথলো মোদের মনে,
আজ কেন নায় মোদের মনে তাহারো বাসনা।

বৃদ্ধ হলে কল্পে দৃড় রেখে দিলে যে ঐ গহনে,
  আজ কেনো নায় তাঁর পাওনা এই জীবনে।
         স্বর্গ ছবি মর্ম মিলে এই চরণে,
হায় হায় কি নবীন জাতি কর্ম করো ধর্ম জোড়াওনা।

       আম্মু নামে মধুর সুরে জীবন গঠনে,
আবারো বলি অপর্ন করা রক্ত দেয়া মোদের জীবনে।

     পরম মায়া মুছবেনা যে মোদের ললাটে,
আম্মু নামটি মধুর সুরে রইলো মোদের কপালে।