লম্বা দু টানা,
এক খরগোশের কানকাটা।
রংবেরঙের সাদামাটা,
রুপে যে কত মায়া।
দিও না মুখে ঝাঁটা,
দুঃখ পেল ছোট্ট ছানা।
হাত বুলিয়ে কি পাবা,
রাগ করেছে দুই আনা।
খরগোশের মনি আয়না দেখে,
খায় না যে খানা।
লম্বা দু টানা,
কে বলেছে কানকাটা।
পরিয়ে দিব গলার মালা,
তোমায় দিলাম ভালোবাসা।