মগজ খানি ধোলাই করে
দেখবো নতুন জগত,
চমক করে বানিয়ে নিবে
নিজের মতো শহর।
বদ্ধ ঘরে বন্দি থেকে
দেখবো কেমন নগর,
বিবেক দিয়ে পথ চলিবে
আহা কি যে সহজ।
দুই এক লোক বলবে
তাহা কেমন তাহার গঠন।
বিষের কথা ছুড়ে ফেলে
হয়ে যাব নরম।
কেহ যদি আপন মনে
করে যদি তলব।
নিজে হেঁটে যাব নিয়ে
আপন ঘরে বরণ।
কারো তিতা কথা তে
হয় বে না যে গরম।
তা দেখে যে তার,
লাগবে বড় শরম।
কথায় কথায় শেষ করে
আপন নাকি পর।
এই করে যে কি হবে
এক কালে তে,
সবার হবে মরণ।