জাগো তোমরা জাগো তুমি,
কান পেতে যে শুনি।
মাটির উপর দুমড়ে চলে,
পাকবাহিনীর ধ্বনি।
নিচ্ছে তারা খাচ্ছে তারা,
সবুজ মাটির ভুমি।
লুট করেছে খনি।
তা দেখে যে,
ডাক দিয়েছে
বাংলার সে ধ্বনি,
জয় বাংলা হবে জানি।
হাতে হাতে দুর্গ গড়ি,
রাজপথে যে সৈন্য নামে।
দুর্গম সে রাস্তা জানে,
পথ ছাড়ে নাই তিনি।
সোনার ফসল ফিরিয়ে আনি,
নাম যে তার মুক্তিবাহিনী।
এই বাহিনী এক দিনে তে নই,
নয় মাসে তে শাসন করে,
হলো মোদের জয় ই।
মোরা জয় বাংলাই রই।