চলেছে পা ঠিক করেছি যাব রাজার রাজত্বে,
মন খুলে কথা বলা আর দেখব তার বানানো জগতে।
কত হাজার বছর ধরে কি করেছেন তার রূপ মহলে,
দূর দেশ হতে পণ্য নিয়ে এনেছে তার দেখা নগরে।
এবার একটু ভেবে কল্পনা করা সব সময় অচিরেই,
ইলম অর্জন করে বলতে গেলে আছে যে রতনে।
ধনী হওয়ার কথা কইলে মিলে যায় এই অদলে,
গড়িয়েছে যে বড় বড় রাজ্ব প্রাসাদ আছে যে রূপকে।
ঘোড়ার ঘরে আজও ছোঁয়া লাগে রাজার স্বপনে,
মস্ত বড় পুকুরে ফুটে উঠিল একগুচ্ছ গোলাপ ফুলের।
ওহ বলার অপেক্ষা দেখেছি মস্ত বড় প্রবেশের দরজা,
রন্ধন ঘরে ভয়ে আসে সুগন্ধি ব্যবহারের রীতিনীতি।
এসব কি বলা যায় রাজার গড়া সব স্বপ্ন বাঁধা।