আকাশ জমিন রুহ কলবে তিনি আছেন ইমামুল,
তাঁহার গুণে গুণান্বিত সকল দেশের পক্ষীকুল।
মুমিন যারা চিনবে তারা রহমতের নদীর কুল,
দেখতে পেলাম সকল জ্যোতি রাসুল গোলাপ ফুল।
দিবানিশিতে রুহ কলবে রাসূল মোদের মূল,
জান্নাতের রাসূল মোদের পার করালেন সিরাতের পুল।
কুরআন বলে নবীন জাতি শুনবে এবার জমিন কুল,
খোদার হাবিব বলে তিনি আছেন তাঁহার নূর।
হাজার বছর পার করিয়ে পাইব না যে ভুল,
ঐ রাসুলের আশেক হলে কলব বেহেশত ফুল।
এবার আমি জিকির করি মোর কলবের দরজা খুলি,
দুই চোখেতে দেখতে পেলাম রাসুল জ্যোতির নূর,
ইস্তাফিরে রুহ কলবে লুকায় লুকায় জ্যোতি জলে।
রাসূল মোদের দিবানিশি ছাড়বোনা যে তাহার মতনে,
লা ইলাহা জিকির করে রাসুল জপনে।
মদিনাতে পারি দিলো রাসুল রতনে,
এই রাসূলের হাতে জানবো এবার কুরআন মতনে।