এক রাশ বুক ভরা জমেছে কষ্ট,
আজ নিশি রাতে চোখের কোনায় জল দিয়ে সিক্ত।
    কষ্টের যন্ত্রনায়  বুকের মাঝে হয়ে গেছে সিদ্ধ,
   আঘাতের মন্ত্রে আত্বীয়রা করে দিয়েছে মৃত্যু।
              
            কোথায় লিখিলে বুঝবে সে,
                  কত কষ্ট দিয়েছে।

আকাশ ছিঁড়ে দেখা দিবে নতুন করে সুর্য্য,
  ঘুম ভাঙ্গিলে বলতে চায় সবই ছিল মিথ্যা।

  পথের পথিক হারা করে দিয়েছো আমায়,
  পথটি ছিল তোমার কবর পাড়ে যাবার নিশানা
        হাত তুলে দোয়া করার ইশারা,
   তুমি বুলিয়ে দিয়েছো সে পথের ঠিকানা ।

           যাবো না আর তোমার ধারে,
               মনে রেখো এই বারে।
          ঘরের মাঝে দিয়ে রাখো থালা।
              আর যাবো না ও "খালা"।