যাবেন মশাই বাজার নিতে,
দুই একটি পথ চলাতে।
দুঃখ খানি মিলিয়ে নিব মোদের আদলে,
বাজার মোড়ে পানের দোকান দেখতে যাবেন নতুন করে।
জায়গা না যে সে হলো রে পানের ও ঝুড়ি,
পান চাবিয়ে খাইলো এবার গ্রামের ও বুড়ি।
হাজির হলাম দোকান পানে,
কুজো বুড়িদের ভির মিলিবে।
হাই হাই কি জাদু করল মোদের মনেতে।
একটু দাঁড়াও না কথা কইয়া যায়,
আর বলি যে মশাই তোমায় দোকানে পানে মালিক দেখা নাই।
হরেক রকমের পানের সারি বেচবে এবার কে?
পানের ঝুলি শুকিয়ে গেলে কাঁদবে এবার বুড়ির দলে,
পানের দোকান হরেক রকম যাদু জানে রে।
তাই বলে কি পানের দোকান চলে এভাবে,
বুড়ো বুড়িরা দাঁত খোঁচালো।
লাভ করেছে পানের মালিকে,
বুড়ো বুড়িদের আল্লাদে হলো এবার কেল্লাফতে।