ফড়িং মশায় যে পাক গজালো,
লাল হলুদে রং সাজালো।
এই বলে কি ফড়িং দলে দেখলো তাহারে,
তাহ দেখিয়া ফড়িং মামা কই না যে কথা।
এই রিতি যে মানবে না যে ফড়িং দলের প্রথা,
ফড়িং মামা যে তাহ শুনিয়ে হয়লো যে ভর্তা।
ফড়িং দলে ডাকবে এবার ফড়িং এর কর্তা,
বিভেদ বিচার জানাবে ফড়িং মশায় সাজা।
সব ফড়িং দল বলল যাহ পাবো যে মজা,
ফড়িং মামা বলেন এবার মানবো না যে ফড়িং রাজা।
আমার মনে আত্ম ভরা সবকিছু যে তাজা।
রায় জানালো রাজা মশাই ফড়িং মশায় পাক কাটা,
এই কথা যে লটিয়ে গেল এলাকা জোড়া।
এই শুনে যে ফড়িং মশাই হলো এবার,
"চিত পটাং"