অর্ক ফুটেছে এই ভুবনে,
তর্ক চলিছে এই সমাজে,
দর্প গড়িয়েছে এই রতনে।
হায় হায়, কি হয়েছে এই সমাজে
মর্ম লড়াই এই গোপনে,
কর্ম ছড়াই এই যপনে।
ধর্ম বাসনা এই গগনে ,
আবারো বলি সেই উল্লাসে,
মানবের তিন চরিত্র রইলো এই জগতে।
ফুর্তি হয়ে হারায় ও না এই যৌবনে,
অর্ক তর্ক চলে দর্প বেড়েছে।
এই বলে কি এক নজরে,
মানবে রইবে যে সে চরণে।
(অর্ক >সূর্য) ,(দর্প >গৌরব), (ফুর্তি > আনন্দ)