গলিতে গলিতে জং পড়েছে,
ইতিহাসের পচন ধরেছে,
কে বলেছে বলো রে?
একটু তারে দেখি রে।
ঘরের কোনায় নাই গো বই,
কি করিয়া জানবে সই?
একাত্তরের দিকে তাকাও ভাই,
বাংলার জমিনে দামাল ছেলে কই।
রক্তে হতে জমাট করে,
স্বাধীনতার পথ বাঁধে।
পাহাড় হতে শস্য ফলায়,
পুকুর হতে মৎস্য বাড়ায়।
তা দিয়ে চলিল সারা দেশ ভরা।
পোড়ামাটির ফলকে,
কত কিছু হলো রে।
থাকি তোদের পড়ে না,
দুই চক্ষুর নজরে।