সে সেগুলো করে কি পেল,
করে কি ইতিহাস লেখা হবে?
নাহ, কিন্তু এক বুক ভরা কষ্ট জমাবে।
আত্বীয় বাঁধন অনেক শক্ত,
তাই তারা দিয়েছে কষ্ট।
করি নাই কোনো মন্দ,
খুঁজে পায় না কোনো ছন্দ।
আত্বীয় বাঁধন থেকে হয়ে গেছি
চিরকালের জন্য মুক্ত।
শুধু বলবো পাপ না করে ও শুনিয়েছে কত কথা।
পরোয়া করি না তাদের বৃথা।
ভাগ্য খেলায় হয়েছে লিলা।
সাক্ষী সকল কিছু দিশা।
পাবে না তারা কোনো কৃপা।
যেদিন তোমরা দেখবে এই কথা।
হয়তোবা সেদিন আর থাকবে না
এই আত্বীয় সম্পর্ক দশা।
ভাগ্যের কি করুন পরিহাস,
হাসি পাই,কেন করলো সে
সেটা কি লেখা হবে ইতিহাস।
মনে তো হয়না।
এমন কুৎসিত ঘটনা।
কে বা জানতে চাইবে
এই কুৎসিত রচনা।