জগতে কুলের শিরোমনি যে ওগো আব্দুল কাদের জিলানী,
মহান আল্লাহ কুদুরী তে ওগো পিরানা পির।
আব্দুল কাদের জিলানী,
নূরের জ্যোতি বাঁধা রুপেতে ওগো সুবহানী।
হাতের মাঝে পেলে তুমি যে কুতুবে রাব্বানী,
আব্দুল কাদের জিলানী।
নারী হতে নর বানাইলা ওগো নূরানী,
তুমি হলে অলি জাহানের বাগদাদে মইনুদ্দিন।
আব্দুল কাদের জিলানী,
নূরের হাতে হাত রাখিলে করিব তোমার গোলামী।
তোমার মুখে যত্নে সোহাগের রইলো মোদের মাদানী,
আব্দুল কাদের জিলানী।
বিশ্বজগতে তোমার হাসিতে সকলর মনে শিরোমণি,
সুলতান অলি শুয়ে আছেন যে ওই দেখো বাগদাদী।
এই বলে কি নাই যে সেখানে কেউ আজাবি,
আব্দুল কাদের জিলানী।