তোমার পায় ধরে কই
মিনতি করে কই
সহেনা জ্বালা আর প্রাণে।।
এমন করিয়া, দূরেতে থাকিয়া
দিন কাটেনা মোর ঘরেতে।
না চাও মুই বাড়ি ও গাড়ি
না চাও দামি শাড়ি।
তোমারে ছাড়িয়া মন যে টিকে না
একলা ঘরে বসে কাঁদি।।
শত জ্বালা মোর বুকের মাঝে
দিন কাটে পথ চেয়ে,
নিঠুর কালা তুমিতো বোঝনা
অবোলা কাঁদি আমি ঘরেতে।।
তোমার পায় ধরে কই
মিনতি করে কই
থেকোনা আর বৈদেশে।।