আমার আকাশ বাতাস এমনি করে
রাঙিয়ে দিল কে?
মনের ঘরে মধুর সূরে
গান গেয়ে যায় কে?
আপন করে রাখব তারে
আঁচল দিয়ে বেঁধে,
তোরা তারে এনে দে না সখী
তারে এনে দে,
আমার আকাশ বাতাস এমনি করে
রাঙিয়ে দিল যে।।
শিউলী তলায় শিশির ভেজা
ফুল কুড়িয়ে গাথি মালা,
খোপায় বেঁধে থাকি বসে,
আসবে কবে ঘোড়ায় চেপে,
আমার আকাশ বাতাস এমনি করে
রাঙিয়ে দিল যে।।
তার চলার পথে বিছিয়ে দেব
তারায় বোনা চাদর
আর আকাশ থেকে এনে দেব
চাঁদ মামার আদর,
দুচোখে তাই কাজল মেখে
তার অপেক্ষায় থাকি বসে,
আমার আকাশ বাতাস এমনি করে
রাঙিয়ে দিল যে।।