আসিলে শোকের মাস মুহররম
কেউ দেখি করে মাতম
কেউ বা আবার করিছে রোদন
কেউ বা আবার ফেতনা ছড়ায়
মানুষকে করে বিভ্রম।

ইতিহাসের পাতা পরেন, যেসব আলেমেরা
জানিতে চাই তাহাদের কাছে আমি, অধম বেচারা
ওয়াজ করেন তাহারা শুনিয়াছি আমি
১০ই মুহররমে ঘটিয়াছে কতই না, খুশির কাহিনী।

যতো খুশি দেখি সব, ঘটিয়াছে এই দিনে
শুনিয়াছি তখন, ছিলো না হিজরী সন, এ বিশ্ব ভুবনে।
থাকে যদি হিজরী সন, তবেই আসিবে মুহররম
তবে বাপু তাহারা, কি করে বুঝিলো বলো
সকল ঘটনা ঘটিয়াছে এই ১০ই মুহররম ?

মহা নবীর আবির্ভাব তাহা নিয়া দেখি কতো মতবাদ
অথচ তাহাদের মুখে শুনি কতোশতো নবী মুনি
নিঃসন্দেহে এই দিনে করিয়াছে আবির্ভাব।

আহ্ কি যে বলি এজিদের স্বভাব
হুসাইন নাম তারা ভজিতে নারাজ,
হুসাইন নাম বিনে না হয় আউলিয়া
হুসাইনি নূরের মাঝে পরো লুটিয়া।

ইমাম হুসাইন বাদশার বাদশা
ভাবে তারা বাণী গুলো মামুলি সস্তা
হুসাইন বিনা নাহি কোনো রাস্তা
থাকে যদি যানা তবে দিও মোরে আস্থা।