হায়!
জীবন অসহায়;
আমার আল্লাহ সহায়;
সমুদ্রের ওপারে,আমি একা নায়;
অসংখ্য মানুষ বুঝি ভোগান্তির কিনারায়;
নিপীড়নের জাঁতাকল,তুমি এখন তৈরিতে নবলিলায়।
........
আজকাল;
কে ধরেছে হাল?
চারিধারে শোকের বেড়াজাল;
প্রশান্তির আগুনে বুঝি পুড়ছে কপাল;
প্রবাহিত কালো ধোঁয়ায় উঠে গাত্রের ছাল;
তব পীড়নের নীতিতে উপদ্রব জীবনের শৈবাল।
..........
শোকময়;
হারানোর ভয়;
পুন্য জীবনের পরাজয়;
নিষ্পাপ শিশু-কিশোরের সুহৃদয়;
ধরণীর বুকে বুঝি উত্পীড়নের জলাশয়!
সর্বোপরে আছেন খোদা, এসব কি তার জানে সয়?
.............
স্বাধীন;
হতে পারো অধীন;
কাহারো সমান যায়না দু'দিন;
বর্ষায় ভরা নদী, পরে হবেনা কি জলহীন?
পাথরের বাঁধ নয় তব তলে,হতে পারে তাতে গর্ত গহীন;
একটু দয়ার-দুয়ার খুলো হৃদয়ে ,উচ্চ শিখরে চড়বে ক'দিন?
★★★★