কোথায় থেকে আসলাম আমি
কোথায় আমার স্থান!
কোন পথের পথিক আমি
চরিত্রে প্রমান।

রক্তে-মাংসে গড়া শরীর
ভঙ্গুর তার মূল,
অহংকার আর দম্ভে আমি
করছি কত ভূল।

চোখের পাতায় নিজকে বুঝি
মহান ব্যক্তি তাই,
চলার-পথে অসৎ কাজের
আসর খোজে পাই।

আমিত্ব আর গম্ভীর্যে
সর্বোপরে চোখ,
শব্দ-দুটি পতনের উৎস
মন থেকে দূর হোক।

কর্ম নিয়ে বাড়াবাড়ি
গড়ছি কত দল,
অহংকার আর দম্ভে এখন
ভূলছি প্রতিফল।

নিজকে আমি কেমন চিনি
চিনে অন্যজন,
নিজের গর্ব নিজে প্রকাশ
সত্যিই অকারণ।

মানুষ নামে সবাই সমান
কেউ নয় অমানুষ,
তবে, যদি কাজেতে হই
ডাকিতে কি দোষ?

জন্ম সবের এক ধরনের
নেই তো ব্যবধান,
কেন আমিত্বের বাজনা বাজে?
সবাই তো সমান।