জীবন যুদ্ধে জয়ী হতে এক ধাপ এগিয়ে চলো,
মানবো না তো কোন বাধা এখন আবার সময় হলো।

ওই যে দেখো আকাশ-পানে -
কালো রঙের মেঘ জমেছে,
তার উপরে সূর্য্য মামা মায়াবী রঙে দিচ্ছে আলো।
মহিয়সী জাগ্রত হও -
ঘুম পারানোর সময় পাবে,
সময়ের কাজ সময়মতো করাই তো অনেক ভালো।
মহীয়ান কেন হেলায়-খেলায় -
কাটছে এখন তোমার জীবন!
জীবন যুদ্ধে জয় আনীতে সর্বাঙ্গে তাকবীর বলো।
মায়ের কোলে ছোট্ট মনি -
ইশারাতে ডাকছে বিজয়,
তার হাসিতে হাসাও তাকে এবার বুঝি সময় হলো।
প্রাকৃতির এই সবুজ রঙে -
জয়ের মালা উঠছে হেঁকে,
নেই ভেদাভেদ সবাই সমান একই সাথে আওয়াজ তুলো।
কল্পনা আর ভাবনাতে -
শুনি এখন জয়ের ধ্বনি,
ওইযে দেখো ফুল বাগানে নতুন করে ফুল ফুঠিলো।
উম্মুক্ত নীল আকাশে -
জয়ের মালা উঠছে হেঁকে,
নতুন করে আকাশ পানে আলোর বাতি ওই উঠিলো।

জীবন যুদ্ধে জয়ী হতে এক ধাপ এগিয়ে চলো,
মানবো না তো কোন বাধা এখন আবার সময় হলো।