প্রাকৃতির ওই নতুন রুপে
সাজে বসুন্ধরা,
পেটের মাঝে ক্ষুদার জালা
জীবন দিশেহারা।
....
সকাল থেকে গাছের ছায়ায়
আসছে গোধূলি,
সুর্য্য-মামা এখন বুঝি
আমায় গেছে ভূলি।
....
সুর্য্য-তেজে প্রদিপ্ত দিন
আমার লাগে আঁধার,
এখন বুঝি শেষ হয়েছে
জগতের মানবতার!
....
আমি এখন পথের পথিক
তোদের মতো মানুষ,
ভাবছিনা তো এমন হবে
লালসায় অমানুষ!
....
লাঞ্চ-ডিনার ফুর্তি-আদর
আনন্দের বসবতি,
জুটেনা তোমার একটু ভোজন
অনাথের প্রতি।
....
চোখ দুটি মোর খুলছেনা হায়
ক্ষুদার কাতরে,
তোমার হৃদয় বাঁধা বোধ হয়
মরুর পাথরে।
....
এক ধরনের চামড়া সবার
ভেতরে রক্ত লাল,
তুমি থাকো অট্রালিকায়,
আমার কি হাল?
....
সম্পদ, স্রষ্টার দেওয়া
আমায় কেন ভুলো?
মালেতে হিস্যা মোদের
দেখবে কিতাব খুলো।
★★★