দেখবো আর কয়দিন প্রাকৃতিতে সবুজের দৃশ্য -
বুঝবো আর কয়দিন দূর থেকে আধুনিক বিশ্ব!
দেখবো আর কয়দিন মাঠে সোনালী রঙের ধান -
শুনবো আর কয়দিন সুমধুর রাখালের কন্ঠে গান!
দেখবো আর কয়দিন ওই নদীর স্রোতধারা -
যার ভেতরে মৎস্য-পোনা আনন্দে আত্মহারা!
দেখবো আর কয়দিন আকাশে পাখির উড়োউড়ি -
কিশোরীরা আকাশ পানে আর কত চালাবে ঘুড়ি!
ওই যে দেখি নদীর ধারে পাল তুলে যায় মাঝি -
চাইতে বুঝি দৃষ্টি কাড়ে, প্রবাহিত নদীর কারসাজি!
ঘরের বধু কলসী হাতে, দেখি গঙ্গার ধারে ধারে -
নৃত্য করে প্রমোদ চিত্তে জল নিয়ে যায় ঘরে!
রবির কিরণে গায়ে বুঝি নব আনন্দের ছোঁয়া -
আর কতদিন? হয়তোবা হবে সব বেপরোয়া!
আর কয়দিন চড়বো ওই মায়াবী স্বপ্নের পিঠে -
আগামীর পথ চলবো আপন পায়ে হেটে হেটে!
বাস্তবের ঐ ভূবনখানি স্বপ্ন হয়ে রবে -
ক্ষনে-ক্ষনে ভাসবে চোখে স্মৃতি স্মরণিবে!
ফিরে আসার কামনায় থাকবো আপন ঘরে -
পারবোনা। পারলে আসতাম ডানায় উড়ে উড়ে।