নিকোটিনের দুর্গন্ধ জেনেও-
যে আমার কৃষ্ণ ঠোঁটের পরশ চায়
সে-ই তো আমায় ভালবাসে,
শরীরে দুর্গন্ধ জেনেও যে জরিয়ে ধরে সোহাগ চায়
সে-ই তো আমায় ভালবাসে।
শুন্য পকেট জেনেও যে সঙ চায় দ্বিধাহীন
সে-ই তো আমায় ভালবাসে,
যে আমার ছেড়া পোশাকের দিকে না চেয়ে
আমার দৃষ্টিতে সুখ খুঁজে পায়
সে-ই তো আমায় ভালবাসে।
আমার এ চালহীন সংসারে
বৃষ্টিতে ভেজার যে অসীম সাহস রাখে
সে-ই তো আমায় ভালবাসে,
আমার শত দারিদ্র্যতাকে যে গৌরব বলে গ্রহন করে
সে-ই তো আমায় ভালবাসে।
আমার হৃদয়কে শীতল করিতে
যে হাজারটা সাঁজ পালটায়
সে-ই তো আমায় ভালবাসে,
আমার এক স্পর্শের প্রতিক্ষায়
যে শতাব্দীর ধরে অপেক্ষার অগ্নিতে পুরতে চায়
সে-ই তো আমায় ভালবাসে।
১৮ই জুন ২০২২ ইং