আমার একজন এমন মানুষ থাকতো
আমি যার জন্য অধির হয়ে থাকতাম,
আমার একজন এমন মানুষ থাকতো
আমি যার কন্ঠ শোনার জন্য, সমস্ত কাজ ফেলে ছুটে যেতাম।
আমার একজন এমন মানুষ থাকতো
সন্ধ্যা রাত থেকে আমার জন্য অপেক্ষা করতো,
আমার একজন এমন মানুষ থাকতো
যার চুলের খোপায়, আমি জবা গেঁথে দিতাম।
আমার একজন এমন মানুষ থাকতো
আমি যার হাসির জন্য, আমার সমস্ত আরাধনা ছেড়ে দিতাম,
আমার একজন এমন মানুষ থাকতো
যার অসুস্থতা দেখলে, আমি ব্যাকুল হয়ে যেতাম।
আমার একজন এমন মানুষ থাকতো
পৃথিবীর সমস্ত সৈকতে হাত ধরে ঘুরে বেড়াতাম,
আমার একজন এমন মানুষ থাকতো
এক সাথে বসে, গোধূলি অথবা পাহাড়-সমুদ্রের বৈচিত্র্য দেখতাম।
আমার একজন এমন মানুষ থাকতো
যার চোখে বিশ্বাসের বিস্তৃত প্রাসাদ দেখতাম,
আমার একজন এমন মানুষ থাকতো
আমার শুন্যতাই হ'তো যার সমস্ত বিরহের কারণ।
আমার একজন এমন মানুষ থাকতো
সকালের পাখির মত আমায় ডাকতো ওঠো,
আমার একজন এমন মানুষ থাকতো
আমার স্পর্শের প্রতিক্ষায় রোজ ব্যাকুল হ'তো।
আমার একজন এমন মানুষ থাকতো
যার ঠোঁটের ফাকে চাঁদের দ্যুতি থাকতো,
আমার একজন এমন মানুষ থাকতো
হাজারটা ছেলেমানুষী'র জন্য,আমি রোজ হেসে উঠতাম।
আমার একজন এমন মানুষ থাকতো
যার অভিমান ভাঙ্গাতে,আমি তার আঁচল ধরে বসে থাকতাম,
আমার একজন এমন মানুষ থাকতো
নি:শব্দ চোখের ভাষায়, আমায় সব বলে দিত।
আমার একজন এমন মানুষ থাকতো
আমার সমস্ত দু:খকে নিজের করে নিত,
আমার একজন এমন মানুষ থাকতো
আমার নিরবতার ভাষা নিমেষে বুঝে নিতো।
আমার একজন এমন মানুষ থাকতো
এ বিশ্বে বিরল এক চিরকুমারী,
আমার একজন এমন মানুষ থাকতো
যার হৃদয় কেউ স্পর্শ করেনি।
আমার একজন এমন মানুষ থাকতো
আমি যার জন্য শত সমুদ্রের তরঙ্গ পার হয়ে যেতাম,
আমার একজন এমন মানুষ থাকতো
যার উপস্থিতি, আমার অশান্ত হৃদয়কে শান্ত করে দিত।
আমার একজন এমন মানুষ থাকতো
আমি তার আলতো পায়ে নুপুর পড়াতাম,
আমার একজন এমন মানুষ থাকতো
যার চোখ গোলাপের পাপড়ির মত, অরণ্যের সমস্ত সৌন্দর্য ঘেরা।
আমার একজন এমন মানুষ থাকতো
যার চোখে তাকাতেই কবিতার সৃষ্টি হ'তো,
আমার একজন এমন মানুষ থাকতো
যার রুপের বর্ণনায় রচিত হ'তো, অবিনাশী গানের পান্ডুলিপি
আমার একজন এমন মানুষ থাকতো
আমি পৃথিবীর সমস্ত সুখ ছেড়ে দিয়ে, শুধু তার আচল ধরে বাঁচতাম,
আমার একজন এমন মানুষ থাকতো
আমার সখ্যতাকে নিজের সুখ বলে মেনে নিতো।
আমার একজন এমন মানুষ থাকতো
শুধু আমিই, আমিই তার পৃথিবী,
আমার একজন এমন মানুষ থাকতো
আমার পুরনো পোশাকেও, আমাকে খোঁজতো।
আমার একজন এমন মানুষ থাকতো
যাকে না দেখলে, সমস্ত পৃথিবী অন্ধকার মনে হতো,
আমার একজন এমন মানুষ থাকতো
প্রদীপহীন ঘরকেও আলোকিত মনে হতো।
আমার একজন এমন মানুষ থাকতো
নীল পদ্ম বিলে ঘুরতে যাবার বায়না ধরার,
আমার একজন এমন মানুষ থাকতো
যাকে নিয়ে ইচ্ছে জাগ তো, পৃথিবীর শেষান্ত ঘুরে দেখার।
আমার একজন এমন মানুষ থাকতো
নীল বন ভূমির ভেতর যে কাশফুল জন্মায়,
আমার একজন এমন মানুষ থাকতো
যাকে স্পর্শ করলে, হৃদয় শীতল হয়ে যায়।
আমার একজন এমন মানুষ থাকতো
আমি পথের আঁধারে চাঁদ না খুঁজে, শুধু তাকেই খুঁজতাম ,
আমার একজন এমন মানুষ থাকতো
আমার শেষ অন্ত: যাত্রায়,আমায় হাসি মুখে বিদায় দিতো।
আমার একজন এমন মানুষ থাকতো
যার সাথে কথা কোনদিন ফুরাত না,
আমার একজন এমন মানুষ থাকতো
যার সাথে হেঁটে, কোনদিন ক্লান্তি অনুভূত হতো না।
আমার একজন এমন মানুষ থাকতো
যাকে শুধু ভালবাসা যায়,
আমার একজন এমন মানুষ থাকতো
আমি হতাম যার নিঃশ্বাসের প্রতিধ্বনি।
আমার একজন এমন মানুষ থাকতো
যদি থাকতো, একজন মানুষ,
যার সাথে, অবলীলায় জীবন পার করা যায়।
আমার একজন এমন মানুষ থাকতো
শুধু একজন মানুষ
সমস্ত পৃথিবী জুড়ে, আমার আর কিচ্ছু চাইনা।
৫ই অক্টোবর ২০২৪ ইং
তাল পুকুরপাড়, কুমিল্লা।