নিশি জাগা পেঁচা'র মত
দিনের আলোতে সমস্ত অবয়াব ঝিমিয়ে আসে
মনে হয় মৃত্যুর মতো ঘুম আমায় পেয়ে বসে
         জীবনের এই নিদারুণ ব্যস্ততা
         আমাকে সে ঘুম হতে বঞ্চিত করে,
মানুষ বেঁচে থাকার জন্য সংগ্রাম করে
আসলে বেঁচে থাকাই সবচেয়ে বড় লাঞ্ছনার।

সূর্যদয় আর সূর্যাস্ত দেখতে দেখতে
শৈশব চলে যায় কৈশোরে,
এইভাবে বসন্তের শেষে বসন্ত আসে
এই মহা ঋতুচক্র আমাদের বুঝতেই দেয় না
আমরা যৌবন পেরিয়ে চলে যাই জীবনের শেষ প্রান্তে।

ঝর্ণার প্রবাহিত জল
সে কখনো বুঝতেই পারেনা, নদী-নালা সাগরের কাছে
কত সহসা তার অস্তিত্ব বিলীন হয়ে যায়,
মাতৃগর্ভ হতেই মানুষের যাত্রা শুরু হয়
মানুষ বিস্তৃত বৃক্ষের মত শাখা-প্রশাখা ছড়ায়
কালক্রমে সমস্ত শাখা- পল্লব একদিন খসে পড়ে
দিনশেষে একদিন;
তার কোন ছায়া থাকে না, কোন বন্ধু থাকে না,
শতাব্দীর মায়া ভরা স্মৃতি আর ক্লান্তি, তাকে ঘিরে ধরে,
এই জীবন এক অদ্ভুত নিয়মের বেড়াজাল।

৩১শে অক্টোবর ২০২৪ ইং