মিনারচুড়ায় হচ্ছে আজান
দিচ্ছে রবের ডাক
জলদি চলো শান্তিনীড়ে
কাজটা পড়ে থাক।
দিনের আলোয় কর্মমুখর
ব্যস্ত সময় পার
চক্র মূখী তীব্র সময়
ফিরবে না সে আর।
ক্লান্ত মনে ফিরতে ঘরে
সন্ধ্যা নেমে আসে
রাত কেটে যায় ঘুমের ঘোরে
স্বপ্ন ঘুমোয় পাশে।
ভোরের পাখি ডাক দিয়ে যায়
কণ্ঠে বোধের গান
একই সুরে সুর করে যায়
নদীর কলতান।