আমরা শিশু-আমরা কিশোর
আমরা হলুদ পাখি
জ্ঞানের বৃক্ষে ঘুরেফিরে
করি ডাকাডাকি ॥
আমরা ডাকি দেশের ভাষায়
আমরা খুঁজি আলো
সত্য-মিথ্যা তফাত করে
গ্রহণ করি ভালো।
জ্ঞান অর্জনে সকাল-সন্ধ্যা
পাঠে পড়ে থাকি ॥ ঐ
গড়বো মোরা নিজের জীবন
গড়বো সোনার দেশ
মুছে ফেলবো জীবন থেকে
সকল দুঃখ-ক্লেশ।
জ্ঞানের মশাল জালবো মোরা
খুলবো সবার আঁখি ॥ ঐ
আমরা হবো খালিদ মুসা
আমরা হবো বীর
বিশ্বমুসলিম আমরা আবার
উঁচূ করবো শীর।
ভোরের সূর্য ওঠার আগে
আমরা ওঠবো ডাকি ॥ ঐ