তুমি বুদ্ধিমতী অপরূপা
তুমি তরঙ্গিণী শত চম্পা।
তুমি মৃণালিনী সরস্বতী
তুমি বিদ্যা পৃষ্ঠ অশ্রুদুতি।
তুমি বসন্ত, বর্ষা, শীত
তুমি যে মিমোসা লতা।
তুমি শিল্পীর গেয়ে যাওয়া গীত
তুমি ফাল্গুনের ঝরা পাতা।
তুমি শিউলি, বেলি, হাসনাহেনা,
রজনীগন্ধার ঘ্রাণ।
তুমি নিশিতে ছোঁয়া চাঁদের আলো
অন্ধকারে অম্লান।
তুমি দূর আকাশের মেঘের খামে
ঘনঘটা নীলের হাতছানি।
তুমি আমার ঘরের সুরভিত
গোলাপ, জবার ফুলদানি।