নারী দিবস! উনিশ শতকের একটি কথা
অমানবিক অত্যাচারে পেয়েছে যারা হাজারো ব্যথা
শ্রমিক বলে মান ছিলো না বিশ্ব খ্যাত নারীর
নিপীড়িত হয়েও মাইর খেয়েছে লেঠেল বাহিনীর।
কথা বলেছেন নারীর হয়ে জার্মানি নারী ক্লারা
সতেরো দেশের একশো নারী সমাবেশে ছিলো তারা
বিশ শতকের শুরুর দিকে হয়েছে এক সম্মেলন
সেই থেকেই বিশ্ব এক হয়ে করে নারী দিবস পালন।
দিনটি ছিলো আটই মার্চ ডেনমার্কের কোপেনহেগে
নারী অধিকারে বড় সম্মেলন উঠলো সবাই জেগে
জাতিসংঘ স্বীকৃতি দেয় আটই মার্চের নারী দিবস
পালন হচ্ছে বিশ্ব জুড়ে করতে নেই নারীকে অবশ।
ভুলে যেও না ওহে নারী সব পেয়ে সম’অধিকার
অশুচিতায় নাম দিওনা গণিকার মতো বারবার
নারী তুমি শ্রেষ্ঠ বটে কথাটি সবাই জানে
মা বোন আর পত্নী হয়ে সদা থেকো সম্মানে।
শ্রেষ্ঠ মর্যাদায় রাখবো মোরা আছে যত নারী
অযত্নে রেখে করিওনা কেউ তাদের মনকে ভারী
নারী! তুমিও থেকো পুরুষের বশে হয়ে প্রণয়ের গোলাপ
তবে বিশ্ব সভায় পূর্ণতা পাবে করে নারী দিবসের আলাপ।