সকাল থেকে ইচ্ছে ছিলো করবো বলে বৃষ্টি বিলাস
দিন গড়িয়ে সন্ধ্যা হলো আশা নাহি পূর্ণ হলো
ভাবছি আমি বসে একা বসন্তেও ফুটে পলাশ।
ইচ্ছে গুলো ভ্যাবাচ্যাকা আচমকা তার হলো দেখা
বসন্তে তার পলাশ ফোটে বৃষ্টির দিনে ভাবছো বোকা?
এই বলিয়ে শান্তনা দেই কাঁচা ফলও হয় যে পাকা।
তুমি না হও নীল পসরা স্বপ্নে দেখা দেও দোসরা
দিন গড়িয়ে সন্ধ্যা হলো আশা নাহি পূর্ণ হলো
তবুও নাহি পাচ্ছি ব্যাথা জোনাকীরা দিচ্ছে সাড়া।
সন্ধ্যা রাতে আকাশ দেখি বলছে তারা একটু বসো
দিন গড়িয়ে সন্ধ্যা হলো আশা নাহি পূর্ণ হলো
তবুও তো ভাবছি একা বৃষ্টি রাতে করছি রোশো।
এইসব আসে স্বপ্ন রাতে দেখা নাহি বাস্তবেতে
দিন গড়িয়ে সন্ধ্যা হলো আশা নাহি পূর্ণ হলো
ভাবছি একা ছন্ন ছাড়া বসে এই মেঘলা রাতে।
হলো না আর ইচ্ছে আমার করবো বলে বৃষ্টি বিলাস
দিন গড়িয়ে সন্ধ্যা হলো আশা নাহি পূর্ণ হলো
তবুও আমি মেঘলা রাতে ভাবছি কত হয়ে উদাস।