যেই পথ প্রশান্তি দেয় না তোমায়
সেই পথে হাঁটতে বলো কেন আমায়?
যেই পথে রয়েছে পশ্চিমা ছোঁয়া
সেই পথে বিলাচ্ছ তুমি ফেতনার ধোঁয়া?
ছেড়ে দাও সেই পথ যেথায় আছে বাধা
লাগিও না কোনদিন সাদা গায়ে কাদা
দেখেছি শত ভুল রয়েছে তাতে লেগে
ভুল ছেড়ে ফুলের পথে উঠো তুমি জেগে।
সৎ পথে এগিয়ে যাও হবে তুমি সফল
অসৎ পথে গেলে তুমি হয়ে যাবে বিফল
যদি বলো শান্তি তোমার নিহিত আছে তাতে
তবে রাগ-অভিমানে কেন ঘুম হয় না রাতে?
রাত জাগো নিরলস ফজর তোমার কাজা
ভুল পথের সঙ্গী নিয়ে পেতে চাও কি সাজা?
ভুলে যাও সেই পথ আলো নেই যাতে
আলো পাবে সদা তুমি হেদায়াতের পথে।
অলসতায় নিত্য তুমি হয়ে গেছো বিবশ
ভালোবাসার নামে তুমি পালন করো দিবস
ভালোবাসা নয় শুধু ক্ষণিকের দিনে
ভালোবাসা প্রভুর দান গেঁথে রয় ঋণে।
হারামের ভালোবাসা আরাম দিল কবে?
গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড ছেড়ে দাও তবে
ফেব্রুয়ারির এই দিন নয় ভালোবাসার
ফেতনার কারসাজি চলে অত্যাচার।
প্রয়োজন হলে তুমি করে ফেলো বিয়া
গোলাপের সৌরভে জুড়াও তোমার হিয়া
আছে যত পাপ কাজ দেখেন ঐ রব
আজ থেকে ছেড়ে দাও অপরাধ সব।
ভুলে যাও ফেব্রুয়ারি ভালোবাসার দিবস
অন্যায়ে পা বাড়িয়ে হইও না তুমি বিবশ
ভুল গুলো ফুল হবে ক্ষমা চাও আজ
পণ করো প্রভুর তরে করবে পুণ্যের কাজ।