রাজার হুকুম মানিতে হইবে সবার
ইর্ষান্বিত হয়ে করেছে রাজা এক পাপ
ইতালির রোমে ছিলো রাজাধিরাজ সে
জ্ঞানে গুণে তাহার ছিলো বড়ই অভাব।
রাজ্যের প্রজা এক ধর্ম প্রচারে ছিলো আদিষ্ট
ধর্মের জ্ঞান বিলাইতো সে ছিলো বটে খ্রিষ্টান
মানিতে পারিলোনা রাজা দিয়েছে পাদ্রিকে সাজা
ধর্মপানে আসিলে সবাই হইবে যে রাজার পিছুটান।
বন্দি হইয়া ভিষক পাদ্রি পাইলো অনেক ব্যথা
কারাগারে থাকিয়াও করিতো মানুষের কল্যাণ
সহ্য হইলো না রাজার শাস্তি দিয়েছে আবার
শূলে চড়িয়া মৃত্যুকে করিলো আলিঙ্গন সেন্ট ভ্যালেন্টাইন।
একদিন পোপ জুলিয়াস ভাবিলো, রাখিবে স্বরণে ভ্যালেন্টাইন
১৪ই ফেব্রুয়ারি সেই দিন সবার সম্মুখে দিলো সে ঘোষণা
খ্রিষ্ট ধর্মের অনুসারী সব পালন করে এইদিন
ভালোবাসার নামে অশালীন কর্মে পূরণ করে থাকে মনের বাসনা।
পাশ্চাত্যের কালচার খ্রিষ্টধর্মের ব্যবহার আমাদের জন্য না
হারাম তাহা মোদের ধর্মে আছে যেথায় বেহায়াপনা
আসো করি পণ করিবো না পালন ভালোবাসার এই দিবস
ইসলাম মোদের শ্রেষ্ঠ ধর্ম মুসলিম মোরা এই কথা ভুলিবো না।
ইসলাম মোদের শ্রেষ্ঠ ধর্ম ঈদ মোদের বড় উৎসব
রাসূলের আদর্শের সৈনিক মোরা প্রভুর কথায় হই নত
খ্রিষ্টানের সংস্কৃতি ভ্যালেন্টাইন করিবো না পালন
কোরআনের ছায়াতলে এক হও কালেমায় বিশ্বাসী আছো যত।