কেউ বা আছে বীরবল বেশে
কেউ দুঃখী সন্যাসীতে।
কেউ বা খোঁজে সত্যতা
কেউ বলে ডাহা মিথ্যা কথা।

কেউ বলে ক্ষমতাবান শক্তিশালী
কেউ বলে এ তো  নাম বেচারী
কেউ করে অনিয়ম অত্যাচারী
কেউ দেয় দোষ হয় যে পথচারী।

কেউ হয় মানবদরদার
কেউ বা হয় ফটোগ্রাফার
কেউ হয় আদেশ দাতা
কেউ বা বলে বন্ড হোতা।

কেউ ভিক্ষুক হয়ে রাস্তা ঘাটে
কেউ বা থাকে রাজ প্রাসাদে
কেউ থাকে স্বপ্ন ঘোরে
কেউ বা বিশাল দুনিয়া জুড়ে।


কেউ হাসি ঠাট্টায় ন্যস্ত
কেউ বা টিকটক মেটাতে ব্যস্ত।
কেউ নামকরা ইউটিউবার
কেউ বা সোশ্যাল মিডিয়ার ইউজার।


কেউ সিরিয়াল দেখায় ব্যস্ত
কেউ বা জুয়ার আসরে ন্যস্ত
কেউ খায় মদ, গাঁজা, হিরোইন
কেউ বা হয় ধর্ম ভক্তি মুমিন।

কেউ রাখছে স্কুল, কলেজ বন্ধ
কেউ বা হচ্ছে শিক্ষা দীক্ষায় অন্ধ
কেউ হচ্ছে চাকরী হারা বেকার
কেউ বা হচ্ছে শিক্ষিত হকার।

কেউ হয় বিলাস বহুল ধনী
কেউ বা হয় দিন মজুরি ঋণী
কেউ নুন আনতে পান্তা ফুরায়
কেউ বা চলে বিমান ভাড়ায়।