তিলোত্তমা―
তুমি কি লিওনার্দো দ্য ভিঞ্চির নিপুণ হস্তে আঁকা মোনালিসাকে দেখেছো?
তুমি বলিবে–না।
আচ্ছা! তুমি কি কবিতা লেখা কবিকে প্রণয়ী ভাবিয়াছো?
না ভাবিয়াও তুমি উত্তর করিবে–হ্যাঁ।
সহসা দৃষ্টিতে নিবিড় রিক্ত পথের পথিকের সম্মুখে বাঁধা সৃষ্ট করিয়া গন্তব্য ক্ষীণ করিবার চেষ্টা করিয়াছো কেনো?
এখন বলিবে, উত্তর জানা নেই।
তিলোত্তমা! তুমি কি তোমার গন্তব্য স্থির করিয়াছো?
যদি বলো করিয়াছি; আমি বলিবো গন্তব্য তোমার অনাস্থার প্রদীপ।
দস্যুদের দল ত্যাগ করিয়া আপন পথে হেঁটে চলো দূর বহুদূর।
পথিকের পথ ধরিয়া তুমি নিজ গৃহের পথ করিও না সুদূর।