এখন তো আর পাবো না আমি
বারান্দায় আঁকা আল্পনার রঙ্গের তুলি
মিস করবো সেমিনারে বসে
আড্ডা দেওয়া সেই বুলি।
এখন তো আর দেখবো না আমি
দেয়ালিকায় থাকা মনিষীদের সেই বাণী
মিস করবো ঘ্রাণ ছড়ানো ফুল
যত্নে দেওয়া তার টবে পানি।
এখন তো আর বাবা বলে ডাকবে না
আমাদের প্রিয় স্যার ড. মোঃ লোকমান
আনোয়ার স্যারও বলবে না এই হানিফ
তুমি হবে আমাদের টিপু সুলতান।
এখন তো আর পাবো না আমি
মাইনুল স্যারের দেওয়া সেরা উপদেশ
মাওলা স্যারও শুনাবে না স্কুল লাইফের গল্প
যে গল্পে ছিল আমাদেরই স্বদেশ।
এখন তো আর সামছুদ্দিন স্যার বলবে না
এই ছেলে পত্রিকাটা পড়ে শেষ করো
জান্নাত ম্যাম আর টিপু সুলতান স্যারও বলবে না
তোমরা বাসায় একটু রেগুলার পড়ো।
এখন তো আর পাবো না আমি
সুবর্ণা ম্যামের আদর মাখা রাগী শাসন
মিস করবো গিয়াস স্যার, সাদিয়া ম্যাম
থেকে পাওয়া বন্ধুসূলভ আচরণ।
এখন তো আর পাবো না আব্দুল হাই স্যারের
মাঠে গিয়ে পড়ানো, বন্ধুর মতো বলা গল্প
ডিবেটের সেই আমেজ আর পাবো না
শিখাবে না কেউ ডিবেটের নানাবিধ জল্প।
হে প্রিয় শিক্ষক মন্ডলী!
ছায়ায় থেকে যেতে চাই সব সময়
যাবো না কখনো আপনাদের ভুলে
দোয়ায় রাখবেন আমাদের
আমরা যে আপনাদেরই ছেলে।