. আমি তিক্ত!
আমি অশ্রুসিক্ত!
আমি উদার!
আমি যে হিমালয়ের ঐ পর্বত।
আমি গঙ্গা, সিন্ধু,
আমি ব্রহ্মপুত্র;
আমি যে ঊষার আধিক্য
আমি তো জলাধারে ফোটা ঐ পদ্ম।
আমি জানি!
আমাকে করবেনা কেউ
গোলাপ, জবা, হাসনাহেনা,
রজনীগন্ধার মতো কদর;
আমি যে নয়,'পুস্পলয়ে ফোটা সে ফুল'
আমি তো জলাধারে ফোটা ঐ পদ্ম।
আমি জানি!
আমি পারবো না হতে,
ডায়রির পাতার ঐ স্বারক
আমি যে নয়,
গোলাপের সে পল্লব
আমি তো জলাধারে ফোটা ঐ পদ্ম।
আমি শঙ্কিত!
কেউ আমাকে তুলে নিবে
করবে আস্বাদন।
কেউ আমাকে ফেলে দিবে,
ছুঁড়ে ফেলে দিবে; দূর ঐ কর্দমায়
আমি যে জলাধারে ফোটা ঐ পদ্ম।
আমি জানি না!
আমি হবো কিনা
কারো পছন্দের সে ফুল;
কে করবে আমায় কাম্পিল্য?
আমি তো জলাধারে ফোটা ঐ পদ্ম।