আমি ভাবি তোমার আছে এখনো সতেরো দুয়ার
নয়তো সব কল্পনা আমার এসব শুধু মায়ার।
আমি ভাবি তোমার সবকিছুতে আছে স্বরণিকার মান
তবুও আমার ভ্যাবাচ্যাকায় সবকিছু রয়েছে ম্লান।
সবাই ভাবে তোমার আছে শালিনীর পটুতা
আমার অন্তঃকরণে ঘুরে এসব তোমার নিষ্ঠুরতা।
আমি চলি অন্তঃমিলনে মনুষ্য তাড়নার চটে
নয়তো এসব হতো না কবুও সদাচরণের সাথে।
আমি অস্তিত্ববিলীন আছি মাকড়সার জালে
নয়তো আমার বুকে আসতো না থাবা সরীসৃপের বলে।
আমার ছোঁয়া চাচ্ছো না তুমি মিষ্টি মধুর সুরে
তাইতো আমি আছি তোমার অন্তর্জাল থেকেও দূরে।
ত্রæটির বুকে ভালো লাগে তোমার থাকতে মহা সুখে
সময়ের অপেক্ষায় অনৌচিত্য গুলো দিবো একদিন রুখে।
একদিন আসিবে অশুভ লগ্নের ছোঁয়ায় হইবে তোমার মৃত্যূ
পাবে না তুমি শুভ দিনের ছোঁয়া তুমিতো নির্বাক শত্রু।