মুসলিম আমি করি মুনাজাত
তোমার তরে হে রহিম রহমান!
শ্রেষ্ঠ রাতের একটি হলো আজ
ইবাদত করা অতি মূল্যবান।
এই মাসে উঠানো হবে প্রভুর কাছে
মানুষের ভালো-খারাপ সব কর্ম
মনোহর জীবন তার ক্ষমা পাবে সে
বুঝে ছিলো যে শাবান মাসের মর্ম।
শাহি দরবার খোলা তোমার প্রভু
পুণ্যময়ী সৌভাগ্যের এই রাতে
যত চাইবে গোনাগার বান্দা তোমার
পূরণ করিও তাহা ক্ষমতা তোমার হাতে।
দয়ার দিনেও কঠোর তুমি মনিব
বিশ শ্রেণি লোকের কাছে
আমাকে তুমি রাখিওনা তাদের দলে
সকল ক্ষমতা শুধু তোমারি আছে।
ক্ষমা করিও প্রভু শ্রেষ্ঠ রাতের উছিলায়
করেছি জীবনে যত ভুল
মহান তুমি রহমান তুমি
আমরা তো তোমারি সৃষ্টি কুল।
ইবাদতে মশগুল শত মানুষ আজ
শ্রেষ্ঠ যে আজকের রাত
রাসূল বলেছেন ক্ষমা করবেন প্রভু
মহা মূল্যবান রজনী শবে বরাত।