মনে পড়ে তোমায় হে আবরার
ভুলিনি তাঁরা যা করেছে তোমার সাথে
সত্যের গান গেয়েছো তুমি
মিথ্যার কলম ওঠেনি তোমার হাতে।
বাংলার বীর সে তুমি সংগ্রামী
সত্যের পথিক তুমি, ছিলে অনেক দামি
সত্যের জয়গান গায় বাংলার মানুষ
মিথ্যা ধ্বংস হলো আজ দেখে যেতে পারোনি তুমি।
স্মরণ করি সতত হে আবরার
যাঁরা করেছে তোমার সাথে অন্যায়
লাঞ্ছিত, অপমানিত, সন্ত্রাসী তাঁরা আজ
ভাসিয়ে গেছে বাংলাকে রক্তের বন্যায়।
সত্যের নিশান উড্ডীন করবো মোরা
বীর শহীদের রক্তে গড়া বাংলায়
স্বৈরাচার ও সন্ত্রাসীদের ঠাঁই নাই
স্বাধীন বাংলাদেশের মৃত্তিকায়।