“তুমি  বাংলাদেশ  নামে  অক্ষুন্ন
আমার  জন্মভূমি;
নীল  নকশায়  আঁকা  লাল  সবুজের
রক্তমাখা  ভূমি।

রক্ত  ঝরেছে  লাখো  শহীদের
তবুও  ছিল  তারা  দুর্বার;
রক্তে  অর্জিত  স্বাধীনতা  তুমি
আমার  অহংকার।”