রহমতের নীলে ভাসছে চাঁদের আভা
পুণ্যের স্রোতে ধুয়ে যাক সমস্ত মলিনতা
রমজানের আগমনে দিল হোক সুরভিত
আত্মার বাগানে ফুটুক প্রত্যহ পবিত্রতা।

মাহে রমজান এলো রহমত ঝরাতে
দান-খয়রাত আর ইবাদতে কাটুক রাত
প্রভুর ভালোবাসায় অন্তর ভরে যাবে
আলোকিত হবে সবার নতুন প্রভাত।

রোজার সুধায় জাগুক স্বীয় নত হৃদয়
সেহরির ক্ষণে বেজে উঠুক আলোর গান
সুবাস ছড়িয়ে যাক প্রণয়ের মোনাজাতে
ইফতারে নেমে আসুক প্রশান্তি অফুরান।

জীবন জুড়ে থাকুক রহমতের আলো
যে আলোয় খোলে জান্নাতের কপাট
সুন্দর ক্ষণে আত্মা হোক প্রশান্ত মোদের
মাগফিরাতের দান হোক অটুট জমাট।

সিজদায় ডুবে যাক তওবার ভাষায়
নাজাতের দিনে মিটাক পাপের ঋণ
অধীর নয়নে কাটুক কদরের রাত
ইদের খুশিতে মুছে যাক সকল গ্লানি।