পহেলা বৈশাখ সে তো নয় পান্তা-ইলিশের ফুটানি
পহেলা বৈশাখ মানে আকবরের ফসলি সনের বাণী।
পহেলা বৈশাখ সে তো নয় মঙ্গল শোভাযাত্রা নামে ভন্ডামি
পহেলা বৈশাখ মানে বাংলা পঞ্জিকা তারিখ-ই-এলাহীর আমদানি।
পহেলা বৈশাখ সে তো নয় গান, নাচ আর অশালীন যাত্রা পালা
পহেলা বৈশাখ মানে সওদাগরের নতুন বছরের হিসাব মালা।
পহেলা বৈশাখ সে তো নয় চিত্র নামে দেশের অর্থ ক্ষরণ
পহেলা বৈশাখ মানে নিজ অধিবাসীদের মাঝে মিষ্টি বিতরণ।
পহেলা বৈশাখ সে তো নয় নারী দিয়ে রঙ্গমঞ্চের মেলা
পহেলা বৈশাখ মানে লালদিঘী ময়দানে জব্বারের বলি খেলা।
পহেলা বৈশাখ সে তো নয় মুসলিমের অংশগ্রহণ
পহেলা বৈশাখ মানে হিন্দুদের হোম কীর্ত্তন ও পূজার আয়োজন।
পহেলা বৈশাখ সে তো নয় ঐতিহ্য বিবর্তনে আজকের বৈশাখ
পহেলা বৈশাখ মানে স্বরণীয় বাংলার কৃষকের নববর্ষের উৎসব।