ফুলের মতো রাঙা গাল
অভিমানের ছোঁয়া
চোখে যেন জমে আছে
নীল আকাশের ধোঁয়া।

শব্দেরা সব থমকে গেছে
ঠোঁটের ওই কোণে
রোদ ঝলমলে দুপুর এলো
অকারণেই বনে।

জানালা ধরে বসে আছে
তাকিয়ে দূর গগনে
সে যে এক রাজকন্যা
স্বপ্ন দেখে নিজ আঙ্গিনে।

কেন এতো রাগ
কীসে এমন ব্যথা?
অভিমানের ছায়া থাকলে
বলে না সে কথা?

চুপি চুপি বাতাস এসে
গালে দিলো টোকা
রোদ্দুর এসে ছুঁতে চাইলো
কিন্তু, সে তো এখরোখা!

একটু হাসো অভিমানী
ফুল ফুটুক না বুকে
তোমার রাগের মেঘ কাটলেই
রোদ হাসবে সুখে।